ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে রাজু মিয়া (২০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাটি শুনেছি। পতাকা বৈঠকের জন্য আমরা তাদেরকে (বিএসএফ) আহ্বান জানিয়েছি।
বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে রাজুসহ কয়েকজন মিলে নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে রাজু নিহত হন।
(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)