সাংবাদিক সায়ীদ মালিকের পিতা আবুল হাসেম মেম্বারের মৃত্যুবার্ষিকী
দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিকের পিতা বিশিষ্ট সমাজসেবক আবদুল মালেক ওরফে আবুল হাসেম মেম্বারের নবম মৃত্যুবার্ষিকী ছিল আজ শুক্রবার। দীর্ঘদিন ক্যান্সারে ভুগার পর ২০১৫ সালের ৫ জুন (১৭ রমজান, বদর দিবসে) ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
আবদুল মালেক ওরফে আবুল হাসেম মেম্বার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বারাইশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি ৬ ছেলে, ৩ মেয়ের জনক ছিলেন।
দীর্ঘ বছর ধরে তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার প্রচেষ্টায় এলাকায় অসংখ্য রাস্তা-ঘাট, পোল-কালভার্ট, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এক সময় চোরের উৎপাতে এলাকাবাসীর রাতের ঘুম হারাম ছিল।
সে সময় এলাকার চিহ্নত চোরদের ধরে ধরে বিদেশ পাঠানো, ছোট-খাটো ব্যবসা ধরিয়ে দেওয়া, অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতা, কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ছাড়াও তিনি নানান সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৫জুলাই/জেবি/এসআইএস)
মন্তব্য করুন