সোনারগাঁয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, থানায় অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৪, ২৩:০৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের কার্যালয়ে হামলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক মহিলা মেম্বার জোহরা ও তার ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ৬টার সময় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মান্নান মিয়া বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৮/১০ জনকে অজ্ঞাত নামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার কাচঁপুর ইউনিয়নে কাচঁপুর শিল্পাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে পূর্ব বেহাকৈর এলাকার আব্দুর রউফের ছেলে মো. জিয়াউর রহমান জিয়া (৩৬) ও তার বোন বাচ্চু মিয়ার স্ত্রী জহুরা বেগমের (৪০) নেতৃত্বে কাঁচপুর সেনপাড়া এলাকার মৃত নূরু মিয়ার ছেলে বাবুল, আব্দুল হালিমের ছেলে রানা (৩০) ও নূর মোহাম্মদ (৪৫) এবং অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাঁচপুর শিল্প অঞ্চল জাতীয় শ্রমিক লীগ অফিসে হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র ভাংচুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়।

কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আ. মান্নান মিয়া বলেন, ‘উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার জোহরা ও তার ভাই জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসষ্ট্যান্ডে পরিবহন চাঁদাবাজীসহ মাদক ব্যবসা করে আসছে। মাদক ব্যবসায় বাঁধা দিলে আমাকে নারী নির্যাতন, ধর্ষণচেষ্টা মামলা ও নানারকম হয়রানির হুমকি দেয়। তারই জের ধরে শনিবার সকালে আমাকে হত্যার উদ্দেশ্যে জিয়াউর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আমার কার্যালয়ে হামলা চালায়। এসময় আমাকে না পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিচে ফেলে ভাংচুর করে এবং স্থানীয় এমপি কায়সার হাসনাতের ছবি ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসতে আসতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

অভিযুক্ত জোহরা বেগম পরিবহন চাঁদাবাজি নিয়ে তার সঙ্গে পূর্ব বিরোধের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের নাটক সাজানো হয়েছে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘কাঁচপুর একটি দলীয় অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা