পূবাইলে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন শাখার উদ্বোধন

গাজীপুর মহানগরীর পূবাইলের তালটিয়ায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এল পি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম খান।
প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ ও বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হামিদ লতিফ ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ সুলতান উদ্দিন আহমেদ, ৪০ নম্বন ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, মইন মোল্লা, মিরের বাজার পরিচালনা কমিটির সভাপতি বাতেন ভুঁইয়াসহ অনেকে।
(ঢাকা টাইমস/০৭জুলাই/এসএ)

মন্তব্য করুন