এবার সিয়ামকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ১৭:০৯| আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৭:৪৫
অ- অ+

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ডাসার উপজেলা ছাত্রলীগ। তাকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সোমবার রাতে সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পিএসসির সাবেক গাড়িচালক বাবা আবেদ আলীর সঙ্গে ছেলে সিয়াম দীর্ঘদিন প্রশ্নফাঁসে জড়িত বলে তাকেও গ্রেপ্তার করে সিআইডি। তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহার করতেন। এ ছাড়া তার বিরুদ্ধে ছাত্রলীগের পদ ব্যবহার করে অনিয়মের অভিযোগ রয়েছে।

ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘সিয়াম তার বাবার সাথে প্রতারণার কাজে সহযোগিতা করেছে। সেহেতু তাকে ছাত্রলীগের মতো সংগঠনে রাখা সম্ভব না। তাই জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আশা রাখি, অল্প দিনের মধ্যেই তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা