মিথ্যা যৌতুক মামলায় ভুক্তভোগীর দিনাজপুর বারে অভিযোগ 

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ২০:১৭
অ- অ+

যৌতুক নিরোধ আইনে আদালতে মিথ্যা মামলা করার মাধ্যমে হয়রানি করার অভিযোগে সাইমুন আক্তার রিক্তা ও মামলা দায়েরকারী আইনজীবীর বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন লিগ্যাসির স্বত্বাধিকারী মো. রাহমাতুর রাফসান অর্নব।

অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরল উপজেলার মানপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাইমুন আক্তার রিক্তা ভুয়া এনআইডি কার্ড দিয়ে এবং জাল কাবিননামা বানিয়ে গত ৬ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন।

আদালত বাদিনির জবানবন্দি নিয়ে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পেরায়ানা ইস্যু করেন। গত ২৭ জুন পুলিশ রাফসানকে আটক করে জেল হাজতে পাঠায়।

গত ১ জুলাই জামিন শুনানিতে বাদীর কাবিননামা ও এনআইডি এবং অন্যান্য কাগজপত্র যাচাইকালে জাল ও ভুয়া বিষয়টি বিচারকের দৃষ্টিগোচর হয়। এমনকি বাদিনী পক্ষের আইনজীবী মো. ফিরোজ জামান বাদিনীর ঠিকানাও বলতে পারেননি আদালতকে।

বিবাদী রাহমাতুর রাফসানের আইনজীবীরা বলেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা এবং বাদিনীর আইনজীবী বাদিনীকে হাজির করতে পারছেন না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার জন্য আদালতকে অনুরোধ করেন তারা।

আদালত বাদিনীকে হাজির হয়ে সব কাগজের মূল কপি দেখানোর জন্য নির্দেশ দেন এবং বিবাদী রাফসানের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী মো. সাদেকুল আরেফিন বলেন, এটি একটি সংঘবদ্ধ মিথ্যা মামলা সৃষ্টিকারী চক্রের কাজ। তাদের আইনের আওতায় আনলে মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে।

এ বিষয়ে রাফসানের আইনজীবী মকসেদুর রহমান শাহজাদা বলেন, কাগজপত্রের সঠিকতা ছাড়া এ ধরনের মামলা অত্যন্ত লজ্জাজনক। ভবিষ্যতে আর যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দিতে অনুরোধ জানান তিনি।

(ঢাকাটাইমস/৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা