সোনারগাঁয়ে ভাতিজার লোহার পাইপের আঘাতে চাচার মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১০:৪৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাতিজার লোহার পাইপের আঘাতে চাচা নাসির উদ্দিনের (৫২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।

নিহত নাসির উদ্দিন সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার মৃত কফিলউদ্দিনের ছেলে।

এর আগে গত শুক্রবার বিকালে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে লোহার পাইপের আঘাতে আহত হন নাসির উদ্দিন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নিহতের ভাতিজা আবু নাঈম জানান, শুক্রবার বিকালে তার বাবা জয়নাল আবেদিন তাদের বাড়িতে একটি রান্নাঘর নির্মাণ করেন। এক পর্যায়ে তার বড় চাচা আব্দুর রব মিয়া তাদের বাঁধা দেন। তার বাবা ও চাচার বাকবিতণ্ডার একপর্যায়ে আব্দুর রবের ছেলে আবুল কাশেম ও হাসান মিয়া তাদের ঘর থেকে গ্যাসের পাইপ ও লোহার রড নিয়ে তার বাবার উপর অতর্কিত হামলা করে।

এসময় তার বাবা জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে তার আরেক চাচা নাসির উদ্দিন এগিয়ে এলে চাচাতো ভাই কাশেমের হাতে থাকা গ্যাসের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় নাসির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় চাচি আবেদা বেগম ও তার মা জায়েদা বেগমকেও পিটিয়ে জখম করা হয়।

আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে আহত নাসির উদ্দিন চিৎিসাধীন অবস্থায় মারা যান। আহতের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

(ঢাকাটাইমস/১০জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা