কোটা সংস্কারের দাবিতে মাদারীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১৫:৩৩
অ- অ+

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সরস্কারের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা। পরে তারা কলেজ ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন।

পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার সকাল ১০টার দিকে মাদারীপুর সরকারী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে বেলা ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের ডিসি ব্রিজ এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়।

এসময় শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরুদ্ধ করে রেখে কোটাবিরোধী স্লোগান দেন। এতে রাস্তার দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, ‘দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিলে আমরা মাদারীপুর জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেব। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে। দেশের সব অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা কোটা বাতিল বা সংস্কার চাই।’

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, ‘আমাদের একটাই দাবি, যে করেই হোক কোটা বাতিল বা সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিতে চাকরিতে অংশ নিতে হবে। কোনো অশুভ শক্তি আমাদের এই আন্দোলন থেকে সরাতে পারবে না। মাদারীপুরের সব কলেজের শিক্ষার্থীরা আগামীতে এ আন্দোলনে অংশ নেবে।’

(ঢাকাটাইমস/১০জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা