ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

ফরিদপুরের সদরপুরে ৪ কেজি গাঁজাসহ রাজু বেপারী (৩৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (১০ জুলাই) রাতে উপজেলার চরমানাইর ইউনিয়নের আলাউদ্দিন মাস্টারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রাজু উপজেলার চর মানাইর ইউনিয়নের গিয়াশ উদ্দীন বেপারী কান্দি গ্রামের মৃত আজাহার বেপারির ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
রাজুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ পরিদর্শক অপূর্ব কুমার বাইন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করেছেন।
(ঢাকাটাইমস/১১জুলাই/পিএস)

মন্তব্য করুন