ভবিষ্যতে নিজস্ব পার্লামেন্ট প্রতিষ্ঠা করবে ব্রিকস: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১২:৪৭| আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৩:০৯
অ- অ+

বিশ্বের উন্নয়নশীল অর্থনৈতিক জোট- ব্রিকস ভবিষ্যতে তাদের নিজস্ব পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে দশম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে ভাষণে তিনি এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিক্সের এখনো নিজস্ব প্রাতিষ্ঠানিক সংসদীয় কাঠামো নেই। কিন্তু আমি বিশ্বাস করি এই ধারণা ভবিষ্যতে বাস্তবায়িত হবে। আমি নিশ্চিত, ব্রিকস দেশগুলোর আইন প্রণেতাদের নিয়মিত বৈঠক সংসদ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সহায়তা করবে।’

ভাষণে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন, আর্থ-সামাজিক উন্নয়ন সমস্যাগুলো মোকাবিলা, আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস এবং ‘একটি আরও ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক, বহুমুখী এবং বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা’ গঠনের জন্য আইন প্রণেতাদের প্রচেষ্টার প্রশংসা করেন পুতিন।

তিনি বলেন, ‘শক্তির প্রকৃত ভারসাম্য এবং নতুন ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনসংখ্যাগত বাস্তবতাকে প্রতিফলিত করে।’

প্রসঙ্গত, ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনকে নিয়ে প্রতিষ্ঠিত ব্রিকস, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত করে, প্রতিষ্ঠাতা দেশগুলোর নামের প্রথম অক্ষর দিয়ে গঠিত জোটের নাম রাখা হয়- BRICS ।

ব্রিকসের সর্বশেষ সম্মেলন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রায় ৪০টি দেশ ব্রিকসে যোগদানের আগ্রহ জানায়। এর মধ্যে ছয়টি দেশকে ব্রিকসে অর্ন্তভুক্ত করা হয়। দেশগুলো মধ্যে রয়েছে- মিশর, ইউথোপিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। তবে দেশ বাড়লেও জোটটি তার বিদ্যমান নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিকস বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনগুলোকে অগ্রাধিকার দিয়ে, নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে জাতীয় মুদ্রার অংশীদারিত্ব বাড়ানো এবং নিরাপদ এবং নির্ভরযোগ্য আর্থিক উপকরণ এবং পারস্পরিক নিষ্পত্তির ওপর জোর দিয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা