বগুড়ায় ট্রাকে পিষ্ট প্রাইভেটকা‌র, নিহত ২

​​​​​​​বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ২২:০৪
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় প্রাইভেটকারের চালকসহ দুই নের মৃত্যু য়েছে।

শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা লেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫) গাইবান্ধার আশরাফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজ রাজশাহী থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে সামনে থেকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটিদুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা মিনহাজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আশরাফুল ইসলাম। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মিনহাজের লাশ এবং আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল লেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য আশরাফুলকে ঢাকা নিয়ে যেতে বলেন। ঢাকা নেওয়ার থে আশরাফুলেরও মৃত্যু হয়।

বগুড়া নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা য়েছে। ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী য়ে একটি মামলা দায়ের রেছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা