‘পাকিস্তানে গেলে ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবেন কোহলি’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৫:৩৪| আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬:০৪
অ- অ+

ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা, ক্রিকেটেও তেমনি ভারত-পাকিস্তান ম্যাচ সৃষ্টি করে উন্মাদন। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। তবে ২০১৩ সাল থেকে শুরু করে প্রায় একযুগ হতে চললো দ্বিপক্ষীয় কোনো সিরিজ হয় না হেভিওয়েট ভারত-পাকিস্তানের মধ্যে। দুদেশের সীমান্তের দ্বৈরথ প্রভাব ফেলেছে তাদের ক্রিকেটীয় সম্পর্কে। যার ফলশ্রুতিতে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে খেলতে যাওয়ার সবুজ সংকেত মেলে না বিরাট কোহলিদের। অথচ আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এসব দেখে দেশটির সাবেক কাপ্তান শহীদ আফ্রিদি কোহলিকে বললেন ,পাকিস্তানে গেলে ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবেন তিনি।

বৈশ্বিক আসরগুলোতে বাবররা ভারতের মাটিতে পা রাখলেও উল্টো চিত্র দেখা যায় ভারতের ক্ষেত্রে। তাই কোহলিরা এখনও গ্রহণ করতে পারেননি পাকিস্তানের আতিথেয়তা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সেই আক্ষেপ ঘুচাতে চান আফ্রিদি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ২৪ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাট কোহলি যদি পাকিস্তানে আসে, ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবে সে। পাকিস্তানে তার জনপ্রিয়তা অনেক, এখানে লোকে তাকে অনেক পছন্দ করে। আমার পছন্দের ক্রিকেটারও কোহলি।’

ক্রিকেটকে রাজনীতির সঙ্গে না মেলানোর অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ১১ হাজার ১৯৬ রানের মালিক আরও যুক্ত করেন, ‘ভারতীয় দলকে স্বাগত জানাই। পাকিস্তানের হয়ে আমরা যখন সফরে যেতাম, ভারতে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। ভারত যখন ২০০৫-০৬ মৌসুমে এখানে সফরে এসেছিল, তারাও অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছিল। তারা সফরটি ও আতিথেয়তা উপভোগ করেছিল। আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ও ক্রিকেট সফরকে রাজনীতির বাইরে রাখা উচিত।’

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারতের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তাই নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে চায় টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল কর্তৃপক্ষ আইসিসির কাছে এমন অনুরোধই করতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা