রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিলো সিলেটের আন্দোলনকারী শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৭:৫১
অ- অ+

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় রবিবার বেলা ২টার দিকে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তারা জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এর আগে, রবিবার বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর একে একে তাদের সঙ্গে যোগ দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ মদন মোহন কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ শতাংশ) কোটা রাখতে হবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকালে যেসব শিক্ষার্থীদের নামে মামলা করা হয়েছে তা ২৪ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চাকরিপ্রার্থীরা। গত জুলাই থেকেবাংলা ব্লকেডনামে তাদের অবরোধ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন।

এদিকে, একই দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও। রবিবার দুপুর ৩টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারক লিপি জমা দেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ
জবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী পরিবহনের ১১ বাস আটক
ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা