কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৬:১৪| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৬:২৮
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল চারটার দিকে সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ দৃশ্য দেখা যায়।

এসময় আন্দোলনকারীরা 'হৈ হৈ রই রই ছাত্রলীগ গেলি কই' স্লোগান দিতে থাকেন। বিভিন্ন দিক থেকে প্রায় হাজারখানেক আন্দোলনকারী শহীদ মিনারে জড়ো হন। এসময় তাদের অনেকের হাতে লাঠি ও বাঁশ দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিকে ছাত্রলীগের নেতাকর্মী ও কোটা সংস্কারের দাবি জানানো শিক্ষার্থীদের মধ্যে চলমান উত্তেজনার জেরে থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হেলমেট পরে হাতে হকিস্টিক-লাঠি-সোঁটা নিয়ে ক্যাম্পাসের সড়কে মহড়া দিচ্ছেন তারা।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২০৪ জন
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা