কোটার সংস্কার চাইলেন মুক্তিযোদ্ধার সন্তান অভিনেতা নিলয়

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের জেরে সারা দেশ রণক্ষেত্র। সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের হামলায় বহু শিক্ষার্থী আহন হন। মঙ্গলবারও সারা দেশে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহতসহ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে কোটা পদ্ধতির সংস্কার চাইলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তারপরও ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই অভিনেতা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, যেন কোটা সংস্কার করে দেওয়া হয়।
মঙ্গলবার বিকাল সোয়া তিনটায় দেওয়া ওই পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিলয় লিখেছেন, ‘আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই এক সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।’
আরও পড়ুন:- কোটা পদ্ধতি বাতিল চান বীর মুক্তিযোদ্ধা নায়ক সোহেল রানাও
অভিনেতা লিখেছেন, ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র।’
সবশেষে নিলয় লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’
এর আগে গত ৮ জুলাই কোটা পদ্ধতি বাতিল চেয়ে ফেসবুকে পোস্ট দেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। এছাড়া আরও বেশ কয়েক অভিনেতা কোটা সংস্কারের পক্ষে তাদের মতামত দিয়েছেন সামাজিক মাধ্যমে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এজে)

মন্তব্য করুন