চানখাঁরপুলে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষে ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ

ঢাবি প্রতিনিধি, এসআইএস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৭:৫৭| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৮:৩৫
অ- অ+

রাজধানীর চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীদের মধ্যে শুভ ও রাতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাফিন নামের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এর আগে চানখাঁরপুল এলাকা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের সামনে এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা চানখাঁরপুলের সড়কের অপর পাশে অবস্থান নেয়। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের অবস্থান থেকে শিক্ষার্থীদের উদ্দেশে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য ক্যাম্পাসে জড়ো হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে বিভিন্ন এলাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও অবস্থান নেয়।

বিকাল চারটার দিকে শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে গুলিস্তানের দিকে একটি যাত্রীবাহী মিনিবাস যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসটি থামান। তারা বাসের ভেতরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। যাত্রীদের কয়েকজনকে ছাত্রলীগের কর্মী বলে হলে আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করেন এবং সন্দেহভাজনদের বাস থেকে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভেতর নিয়ে যান।

এই ঘটনার পর কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদের ওপর হামলা করে। এরপর বিকাল সোয়া চারটার দিকে উভয় পক্ষের মধ্যে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের সামনে এবং ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা চানখাঁরপুল সড়কের অপর পাশ থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসকে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা