বগুড়ায় বিএনপি অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৪:১৮| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:৩৩
অ- অ+

বগুড়া জেলা বিএনপি অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে বেলা ১১টার দিকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা সমাবেশস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদেরকে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। এরপর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার বিএনপি অফিসে কোনো নেতাকর্মী ছিল না। সন্ধ্যার পর যুবলীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসের তালা ভেঙে আগুন দেয়।

তিনি আরও বলেন, নিজেদের অফিস রক্ষা করতে না পেরে কাপুরুষের মতো বিএনপি অফিসে আগুন দেওয়া হয়।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা