সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৭:৪৩
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে খুন হয়েছেন ফাহিমা আক্তার নামে এক গৃহবধূ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক হুমায়ুন (৪৫)।

নিহত ফাহিমা ওই গ্রামের মেহেরআলী মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন মিয়া ও তার স্ত্রী ফাহিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার রাতে কলহের জেরে তাদের মাঝে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন রাত ১১টায় তার কন্যা মাহফুজাকে মামা ফজলু মিয়ার বাড়িতে রেখে আসেন এবং ভোররাতে হুমায়ুন তার মামা ফজলু মিয়ার কাছে ফোন করে খুন করার বিষয়টি জানান। এ ঘটনার পর ফজুল মিয়া ফোন করে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

হুমায়ুনের মামা ফজলু মিয়া বলেন, ভোররাতে হুমায়ুনের বাড়িতে তার বউকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানাই।

নিহত ফাহিমার বাবা মেহের আলী বলেন, আমার কলিজার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি হুমায়ুনের দৃষ্টান্তমূলক বিচার চাই ।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জেনেছি হুমায়ুন এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা