বগুড়ায় ছিনতাইকালে বাস থে‌কে লা‌ফি‌য়ে ভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু

​​​​​​​বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ২০:০৬
অ- অ+

বগুড়ার শেরপু‌রে একটি যাত্রীবাহী বাস ছিনতাইয়ের চেষ্টার সময় আত‌ঙ্কে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা না‌মে এক বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে।

ব‌ুধবার দুপুর ১২টা উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে। পরে বাস ছিনতাই চেষ্টার সাঙ্গে জ‌ড়িত যুবক র‌নি মোল্লাকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত সান‌জিদা স্বর্ণা আমে‌রিকান ইন্টারন‌্যাশনাল ইউনিভা‌র্সিটির শিক্ষার্থী।

জানা গে‌ছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রা বিরতি দিলে অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যায়। কিন্তু বা‌সের মধ্যে ওই শিক্ষার্থীসহ আরও ৩ নারী যাত্রী বসে ছি‌লেন। কিছুক্ষণ পর একজন যুবক গাড়ি ট্রায়াল দেওয়ার কথা ব‌লে গাড়ি নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হয়। এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গতিতে চালা‌তে থাকে। তখন বা‌সের ভেত‌রের ৪ জন যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কে এবং গাড়ির গ‌তি কমা‌তে ব‌লে। কিন্তু সে যাত্রী‌দের কোনো কথা না শু‌নে বেপ‌রোয়া গ‌তি‌তে গাড়ি চালা‌তে থা‌কে। কিছু সময় পর গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে বাস ছিনতাই আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে গুরুতর আহত হ‌য়। স্থান‌ীয়রা ত‌া‌কে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে বগুড়া শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, ঘটনার পর আমা‌দের শেরপুর থে‌কে জা‌নি‌য়েছিল। আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়ে গেছে। ওই এলাকা‌তেই তার বাসা। আমরা বাস‌টি‌তে গি‌য়ে তিনজন নারী যাত্রীকে পাই তারা আমা‌দের ঘটনার বিস্ত‌া‌রিত জানান। আমরা ওই গাড়ির স্টে‌য়‌রিং‌য়ের নি‌চে একটা মা‌নিব‌্যাগ পাই। মা‌নিব‌্যা‌গে এনআইডি ছি‌ল। সেখান থে‌কে তথ‌্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে জ‌ড়িত‌কে আটক করি। প্রাথ‌মিকভা‌বে জান‌তে পে‌রে‌ছি সে যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে বগুড়ায় আস‌ছি‌ল। সে ট্রাক ড্রাইভার ব‌লে জান‌তে পে‌রে‌ছি। তা‌কে শেরপুর হাইও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা