ধানমন্ডিতে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম ফারহান ফাইজ (রাতুল)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি।
এদিকে সন্তানের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিহত রাতুলের মা নাজিয়া খানও। বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করে ফেসবুকে তিনি বলেন, ‘তারা আমার ছেলে ফারহান ফায়াজকে মেরে ফেলেছে। তার বয়স এখনও ১৮ বছর পেরোয়নি। আমি তার হত্যার বিচার চাই।’
(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএম/এমআর)

মন্তব্য করুন