মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে ভাঙচুর, আগুন

কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল তিনটা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ারের দুই ইউনিট রওনা দিলেও এখনও আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্টোল রুমের ডিউটি অফিসার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে একদল যুবক। তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে ভবনের সামনের অংশের বেশকিছু কাঁচ ভেঙে যায়। পরে ওই ভবনের সামনের সড়ক এবং ভবনের প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
একপর্যায়ে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধঘণ্টা আগুন জ্বলার পর ওই ভবনেও আগুন ধরে যায়। ভবনের সামনের গাড়িগুলো থেকে একটু পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন লাগার দুই ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের কোনো দল সেখানে আসতে পারেনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক বলেন, আমাদের ভবনের সব কাচ ভেঙে ফেলেছে। ভবনেও আগুন লেগেছে। আমরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে এসেছি।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএম/কেএম)

মন্তব্য করুন