ঢাকার রাস্তায় বেড়েছে মানুষ চলাচল, নেমেছে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ০৯:৪৮
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনের জেরে কয়েকদিনের টানা সংঘর্ষ এবং কারফিউতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঝরেছে বহু প্রাণ, যার সঠিক সংখ্যা জানা নেই। আহত হয়েছেন হাজারে হাজার। অবশেষে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সরকারি চাকরিতে কোটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে সরকার। পাশাপাশি বাড়তে শুরু করেছে কারফিউ শিথিলের সময়ও।

কারফিউয়ের মধ্যেই বুধবার থেকে চালু হচ্ছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। অফিস চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। রাতে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। যদিও গতি খুবই ধীর। কাজকর্ম চলছে কচ্ছপ গতিতে। তবে চালু হয়নি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে সিদ্ধান্ত পরে বলে জানিয়েছেন সরকার।

তারপরও পাঁচ দিন পর ইন্টারনেট চালু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়েছে। এদিন সকাল থেকেই কর্মজীবী মানুষরা ছুটে চলছেন নিজ নিজ কর্মস্থলে। কারণ, সরকারিভাবে অফিস সময় বেলা ১১টা থেকে শুরুর ঘোষণা দেওয়া হলেও বহু কর্মজীবী মানুষের অফিসের কার্যক্রম খুব সকাল থেকেই শুরু হয়। তাই ঝুঁকি নিয়েই ছুটছেন অনেকে।

এদিকে, টানা কয়েকদিন অলস অবস্থায় পড়ে থাকার পর রাজধানীর সড়কে গণপরিবহনের দেখাও মিলেছে। তবে খুবই সীমিত। কিছুক্ষণ পরপর দেখা মিলছে একটি-দুটি বাসের। প্রতিটিই যাত্রীতে ঠাসা। কারণ, অফিস চালু হওয়ায় সড়কে বেড়েছে মানুষের যাতায়াত। সেই তুলনায় গণপরিবহন একেবারেই নগণ্য।

রাজধানীর মানিকনগর থেকে ইস্কাটনে কর্মস্থলে এসেছেন গোলাম মোহাম্মদ ফারুক। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমি বাসা থেকে বের হয়েছি সকাল সোয়া ৭টার দিকে। আমার অফিস ৮টায়। সড়কে এসে তিন-চার মিনিটের মতো অপেক্ষার পর বলাকা পরিবহনের একটি বাস পাই। তাতেই উঠে পড়ি। নেমেছি মগবাজার। বাকি পথ হেঁটেই এসেছি। অফিসে আসতে আজ আমার কোনো ভোগান্তি হয়নি।’

আরিফ জামান নামে আরেক কর্মজীবী বলেন, ‘আমার বাসা মগবাজার ওয়্যারলেস। ইস্কাটনে অফিস। হাঁটার দূরত্ব। প্রতিদিন হেঁটেই অফিসে যাই। আজ আসার পথে মগবাজার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি দেখছিলাম। বেশ কয়েকটি বাস চোখে পড়ল। তার মধ্যে শনির আখড়া থেকে গাবতলীগামী লাব্বাইক পরিবহনের একটি, গুলিস্তান থেকে গাজীপুরগামী গাজীপুর পরিবহনের দুটি এবং আজমেরী পরিবহনের একটি বাস যেতে দেখেছি। সবগুলোই যাত্রীতে ঠাসা। আজ রিকশা-সিএনজির চলাচলও গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে হামলা চালায় ছাত্রলীগ। এর পরদিন থেকে প্রতিরোধ গড়ে তোলেন সারা দেশের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে গত কয়েকদিনে শিক্ষার্থীসহ নিহত হয়েছেন বহু। যার মধ্যে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীও রয়েছেন। গত ১৮ জুলাই বিকালে যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের ছররা গুলিতে মারা যান তিনি।

শেষ দিকে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষ। ঢুকে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এরপরই সংঘর্ষ ভিন্ন রূপ নেয়। আগুন দেওয়া হয় সেতু ভবন এবং সরকারি টিভি চ্যানেল বিটিভিতে। দুটি ঘটনায় পুড়ে যায় ৮০টির মতো গাড়ি। সায়েন্সল্যাবে একটি সরকারি প্রতিষ্ঠানের বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। নরসিংদীর একটি কারগার থেকে পালিয়ে যায় ৮২৬ জন দণ্ডপ্রাপ্ত আসামি। সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশ যেন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

অবশেষে পরিস্থিতি বিবেচনায় কোটা নিয়ে সুপ্রীম কোর্টের শুনানির দিন এগিয়ে আনে সরকার। পাশাপাশি সারা দেশে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। নামানো হয় সেনাবাহিনী। তারই মধ্যে গত রবিবার সুপ্রীম কোর্টে অনুষ্ঠিত হয় কোটা নিয়ে শুনানি। তাতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে রায় দেওয়া হয়।

সুপ্রীম কোর্টের সেই রায় অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরিতে মেধায় নিয়োগ হবে ৯৩ শতাংশ। মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে ৫ শতাংশ। যা শুধু মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়। সুপ্রীম কোর্টের রায়ের ভিত্তিতেই মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই রায়ের পরই শিক্ষার্থীরা তাদের ‘অল শাটডাউন’ কর্মসূচি তুলে নেয়। সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন, খুব শিগগির যেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। তাদের শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়। তবে কারফিউ এখনো বহাল আছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক মনে হলে শিগগিরই উঠে যাবে কারফিউ।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
মেঘনা ব্যাংকের অফিসারদের ট্রেইনিং কোর্সের উদ্বোধন
সরকারের ভেতর থেকে নির্বাচন চায় না, মনে করেন রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা