নেপালে বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত, বেঁচে গেলেন পাইলট

নেপালে ১৯ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দুপুরে দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৪ জুলাই) দুপুরে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও হতাহতের সঠিক কোন খবর পাওয়া যায়নি।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানান, বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ ছিল।
(ঢাকাটাইমস/২৪জুলাই/কেএ/এমআর)

মন্তব্য করুন