নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ১৩:৫৯| আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৪:৫৭
অ- অ+

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- খাদিজা পারভিন মেঘলা ও ইসরাত জাহান ওরফে মৌসুমী মৌ।

বুধবার দুপুর ১টার দিকে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “জেল পালানো দুই জঙ্গিকে গ্রেপ্তার করে আমাদের হেফাজতে নিয়েছি। এখনো সাতজন আত্মগোপনে আছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

দুই জঙ্গি গ্রেপ্তারের বিষয়ে দুপুরে বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত শুক্রবার দুপুরে নরসিংদী কারাগারে হামলা করে দুর্বৃত্তরা। তারা কারারক্ষিদের অস্ত্র লুট ও মারধর করে। এ সুযোগে কারাগার থেকে পালিয়ে যান ৮২৬ জন বন্দি। তাদের মধ্যে নয়জন জঙ্গি ছিল। এরইমধ্যে দেড়শতাধিক বন্দি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। বাকিদের খোঁজে অভিযান চলছে।

এদিকে বন্দি পালানোর ঘটনায় কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা