রোনালদোর এক চুমুতে ভেঙে যায় জন-বিপাশার জটিল প্রেম

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১১:০৯
অ- অ+

বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু পুরনো ছবি হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গত বছর। সেসব ছবির একটিতে দেখা যায়, বিপাশাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা রোনালদো।

সে সময় নেটিজেনদের অনেকে মন্তব্য করেন, তারা এই ছবি আগে দেখেননি।

২০০৭ সালে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকা ঘোষণার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠানটি ওই বছরের ৭ জুলাই আয়োজন করা হয়।

একটি বেসরকারি সংস্থা এই উদ্যোগ নেয়। বলিউডে তখন বিপাশা সুপারহিট নায়িকা। ফলে ভারত থেকে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পান তিনিই।

অনুষ্ঠান মঞ্চে রোনালদোর সঙ্গে আকর্ষণীয় পোশাকে দেখা যায় বিপাশাকে। সম্ভবত অনুষ্ঠান শেষের পার্টিতে বিপাশা ও রোনাল্ডো একসঙ্গে কিছুক্ষণ সময় কাটান। সেখানেই তাদের চুমুর দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঠিক ওই সময় বিপাশার সঙ্গে অভিনেতা জন আব্রাহামের জটিল প্রেম। কিন্তু রোনালদোর সঙ্গে চুমুর ওই দৃশ্য প্রকাশ হওয়ার পর জনের সঙ্গে বিপাশার সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন। যদিও এই বিষয়ে দুই তারকা কখনো মুখ খোলেননি।

রোনালদো-বিপাশার ২০০৭ সালের সেই চুমুর দৃশ্য নেটিজেনদের অনেকেই দেখেননি। কারণ, সে সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। ফলে পুরনো সেই ছবি নতুন করে সামনে আসতেই নেটিজেনদের হাত ধরে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা