জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৪, ১৪:০২| আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৪:৪৩
অ- অ+

জামালপুর সদর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্লুইচগেট মোড় এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সড়কের পাশে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে সাদা রঙের পায়জামা ছিল। তাছাড়া শরীরে কোনো জামা-কাপড় ছিল না।

স্থানীয়রা বলছেন, রাতে কোথায় হত্যা করে সড়কের পাশে মরদেহ রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। সোমবার সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে এই ঘটনার বিস্তারিত জানা যাবে।

(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা