ডিএমপির ৭ পরিদর্শক বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত পুলিশ পরিদর্শকরা হলেন-
প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাই রমনা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, লাইনওআর এর পুলিশ পরিদর্শক পরেশ চন্দ্র সরকার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, লাইনওআর এর পুলিশ পরিদর্শক খোকন চৌধুরী ডিএমপি সদর দপ্তরের অ্যাডমিন প্রবাসী লিগ্যাল সার্ভিস সেলে, মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমণ্ডি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাসেল একই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান মন্ডল শাহজাহানপুর থানায় একই পদে এবং লাইনওআর এর পরিদর্শক সুখেন্দু বসুকে ধানমণ্ডি থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএম/ইএস)