দোয়েল চত্বর ও হাইকোর্টের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ১৪:৪৫
অ- অ+

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে। এ দুই জায়গায় মিলিয়ে ৩-৪শ মানুষ রয়েছে।

এদিকে হাইকোর্টের মাজার গেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এরপর সাড়ে ১২টার দিকে সেখান থেকে কয়েক জনকে আটক করে পুলিশ। বেলা ২টার দিকে দোয়েল চত্বর এলাকায় শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। কিছু দূরে কয়েক জন শিক্ষকও দাঁড়িয়ে ছিলেন।

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা