সীমিত পরিসরে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১২:২০| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:৩০
অ- অ+
ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ও সহিংসতার মধ্যে ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার এ তথ্য জানিয়েছেন। তবে প্রথমদিন যাত্রী সংখ্যা কিছুটা কম বলে জানা গেছে।

মোহাম্মদ আনোয়ার বলেন, “কমলাপুর স্টেশনে সকাল থেকে তিনটি ট্রেন ছেড়ে গেছে। সকাল ৭টায় প্রথম ট্রেন ছেড়েছে। এরপর ছেড়েছে ৭টা ২০ মিনিটে। পরবর্তীতে সকাল ১০টায় ছেড়েছে তৃতীয় ট্রেন। শেষ ট্রেন ছেড়ে যাবে বেলা ৩টায়।

তিনি জানান, শুক্রবার থেকে ট্রেন সংখ্যা বাড়বে। এদিন কমিউটার ট্রেন চলাচল করবে।

এর আগে গত মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের এক বৈঠকে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সভা শেষে সাংবাদিকদের ট্রেন চলাচলের বিষয়টি জানান রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকাগামী ও ঢাকামুখী সব ট্রেন আটকা পড়ে। এ সময় চট্টগ্রাম অভিমুখী ৮০২ চট্টলা এক্সপ্রেস আটকা পড়ে। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৯ জুলাই জননিরাপত্তার স্বার্থে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা