টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার রিপোর্ট প্রস্তুত

ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয় বাংলাদেশ ক্রিকেট দল। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় টাইগাররা। তবে সুপার এইটে এসেই খেই হারিয়ে ফেলে তারা। তারপরও সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ চারের সমীকরণ মেলানোর ম্যাচে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় নাজমুল হোসেন শান্তদের। ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছে।
বিশ্বকাপ শেষে অনেক আগেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিদেশি লিগেও ব্যস্ত সময় পার করছেন কয়েকজন ক্রিকেটার। তবে বিশ্বকাপ ব্যর্থতার কথা সহজেই ভুলতে পারেনি ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপ শেষে তাই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার রাবীদ ইমামের কাছে বাংলাদেশ দলের পারফরম্যান্স রিপোর্ট চাওয়া হয়েছিল। দেরিতে হলেও দুটি রিপোর্টই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের হাতে পৌঁছেছে।
গতকাল সেই রিপোর্ট সম্পর্কে জালাল ইউনুস চৌধুরী বলেন,‘যেহেতু কনফিডেনশিয়াল রিপোর্ট। সভাপতির কাছে দেওয়া হয়েছে। একটা কপি আমিও পেয়েছি। আমাদের মধ্যে আলাপ আলোচনা করা দরকার। আলাপ করার পর আপনাদের বলতে পারব। এখানে একেক জনের একেক রকম মন্তব্য আছে। কোচের একরকম, ম্যানেজারের একরকম। সেজন্য না বসে, আলাপ আলোচনা না করে আপনাদের বলা ঠিক হবে না।’
ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদের মধ্যে মতপার্থক্য থেকে বিবাদ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জালাল ইউনুস বলেন, ‘আমরা দলের মধ্যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি আশা করি না। আমরা দলের ড্রেসিংরুমকে স্বাস্থ্যকর দেখতে চাই। এরকম কিছু হয়েছে, আমরা এটা আশা করিনি। এটা হওয়া উচিত ছিল না। এ দু’জনের মধ্যে আগে কিন্তু সম্পর্ক ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কী হয়েছে। সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে।’
তিনি আরও বলেন. ‘আমরা এটা আশা করি না। আমরা স্বাস্থ্যকর সম্পর্ক চাই। আমার মনে হয় কোচ হিসেবে তার (হাথুরুসিংহে) পরিকল্পনা, প্রোগ্রাম ভালো। হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে। কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। সেটা নিয়ে বিভেদ চাই না। আশা করি ভবিষ্যতে আমরা স্বাস্থ্যকর পরিবেশ পাব।’
(ঢাকাটাইমস/০১ আগস্ট/এনবিডব্লিউ)

মন্তব্য করুন