আন্দোলন-ধরপাকড়ের মধ্যে ডিবি কার্যালয়ে হিরো আলম

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৪:৪৬| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৫:০০
অ- অ+

দেশজুড়ে আন্দোলন ও ধরপাকড়ের মধ্যে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

কিন্তু কেন? দেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ডিবি কার্যালয়ে তার কী কাজ?

এ প্রসঙ্গে হিরো আলম ঢাকা টাইমসকে বলেন, ‘ডিবিতে অনেক শিক্ষার্থীকে বিনা কারণে ধরে আনা হয়েছে। আমি তাদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে এসেছি। বাইরে অনেক শিক্ষার্থীর মা-বাবা দাঁড়িয়ে আছেন। কিন্তু তারা তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না।’

ক্ষোভপ্রকাশ করে ঢাকা টাইমসকে হিরো আলম আরও বলেন, ‘সরকার অন্যায় করছে। তারা বলেছিল, আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে আটক করবে না, মামলা দেবে না, হয়রানি করবে না। কিন্তু সরকার কথা রাখছে না। শিক্ষার্থীদের নির্বিচারে তুলে আনছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।’

এর আগেও একাধিকবার ডিবি কার্যালয়ে এসেছেন হিরো আলম। কখনো তাকে ডেকে এনে গান গাইতে নিষেধ করা হয়েছে, নেওয়া হয়েছে মুচলেকা। আবার কখনো ফেসবুক পেজ হারিয়ে বা হত্যার হুমকি পেয়ে নালিশ জানাতেও তাকে আসতে হয়েছে এই গোয়েন্দা বিভাগে।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, ৫ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা