ধামরাইয়ে বিএনপির ৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৪

ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে গাড়ির গতিরোধ ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) পর্যন্ত এ মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
গত ২৩ জুলাই ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পাবেল মোল্লা বাদী হয়ে মামলাটি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বেলা ১২টা ১৫ মিনিটের দিকে মামলার বাদী জানতে পারেন কালামপুর বাসস্ট্যান্ডের ২০০ গজ পূর্বে এমআরএকে ব্রিকফিল্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কের স্লুইচ গেটের সামনে বিএনপি-জামায়াত ও অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাড়ির গতিরোধ করে জ্বালাও-পোড়াও করে আতঙ্ক তৈরি করছে। বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে মামলায় উল্লিখিত আসামিদের মৌখিকভাবে সরে যেতে বললে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সহায়তা চেয়ে থানা পুলিশের ওসিকে খবর দিলে সেখানে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে এসে তাদের সরে যেতে অনুরোধ করলে আসামিরা আরও বেশি ইটপাটকেল ছুড়তে থাকে পুলিশের দিকে। একপর্যায়ে তারা সেখানে ককটেল বিস্ফোরণও ঘটায়। এ সময় পুলিশ তাদের দিকে ১১ রাউন্ড রাবার বুলেট ছুড়লে আসামিরা পালিয়ে যায়। পালানোর সময় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের পাঁচটি স্প্লিন্টার, দশ টুকরা ইটের ভাঙা অংশ, সাতটি বাঁশের লাঠি, ছয় টুকরা ভাঙা কাচ উদ্ধার করা হয়।
এ সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা আহত হন বলেও মামলায় উল্লেখ করা হয়। আহতরা হলেন- কনস্টেবল মো. আলম হোসেন ও মহিউদ্দিন।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত তিন আসামি হলেন– ধামরাই উপজেলার ইকুরিয়া এলাকার মিকাইল আহম্মেদ (৪৪), চৌদালিপাড়ার দেলোয়ার হোসেন (৫৩) ও গোয়ারি পাড়ার মো. মর্তুজা (৪৮)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ধামরাইয়ে সহিংসতার জেরে করা মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকাটাইমস/০১আগস্ট/পিএস

মন্তব্য করুন