জাতিসংঘের অধীনে তদন্ত চায় প্রতিবাদ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১৬:০৭
অ- অ+

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহত-আহত ও ধ্বংসযজ্ঞের তদন্ত সরকারের অধীনে নয়, জাতিসংঘের অধীনে চায় নাগরিক সমাজ।

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মঞ্চের ব্যানারে ‘হত্যাকারীর বিচার চাই’ শীর্ষক এক মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন।

মানবাধিকারকর্মী মো. নূর খান বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন তিনি জাতিসংঘের কারিগরি সহযোগিতা চান। বিভিন্ন দেশের কারিগরি সহযোগিতা চান। প্রশ্ন হচ্ছে, এই ধরনের হত্যার পর যিনি বলেন শিক্ষার্থীরা মারা গেছেন তাঁদের ভেতরে থাকা জঙ্গিদের আক্রমণে। সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মেরেছে। তিনি তদন্তের আগেই এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনভাবে তদন্ত করার আর সুযোগ নেই। যেকোনোভাবেই হোক জাতিসংঘের অধীনে এই তদন্ত হতে হবে।

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান বলেন, একমাত্র জাতিসংঘের তত্ত্বাবধানেই নিরপেক্ষ তদন্ত সম্ভব। আমাদের শত শত সন্তানকে হত্যা করা হয়েছে। নির্যাতন করা হচ্ছে এখনও। এর অবসান করতেই হবে।

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, কারা গুলি করেছে, তা এ দেশের মানুষ জানে। সরকার থেকে যেসব তদন্ত কমিটি করা হয়েছে, সেসব কমিটি এ দেশের মানুষ মানে না। আমাদের এই তদন্তে বিশ্বাস নাই। জাতিসংঘের আওতায় এই তদন্ত হতে হবে।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এমআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা