শিল্পীসমাজের প্রতিবাদ সমাবেশে সরকারের পদত্যাগসহ তিন দাবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১৬:১৮| আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬:২৮
অ- অ+

দেশব্যাপী গণহত্যা, ধরপাকড় ও নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শিল্পীসমাজ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডি আবাহনী মাঠের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে তারা। সেখানে সরকারের পদত্যাগসহ পেশ করা হয়েছে তিনটি দাবি।

এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফরম্যান্সশিল্পী, সংগীতশিল্পী, কবি-লেখক-গবেষক-স্থপতি ও শিল্পসংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। কর্মসূচি শেষে তারা একটি মিছিল বের করে। একই স্থান থেকে শুরু করে মিছিলটি শংকরে গিয়ে শেষ হয়।

সমাবেশে লিখিত বক্তব্যে শিল্পী সমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় অবিচার, অনাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে উল্লেখ করা হয়। সমাবেশ শেষে প্রতিবাদী গান ও স্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিল্পীরা অংশ নেন দেয়াল-লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে।

শিল্পীসমাজের কর্মসূচির মধ্যে ছিল ছাত্র হত্যা ও নিপীড়ন প্রতিরোধের সকল আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ, প্রত্যেক শহীদের নাম উচ্চারণ ও শিল্পীদের একত্রে ‘উপস্থিত’ বলা, ৮ থেকে ৯টি গান-কবিতা-একক পারফরমেন্স, সংহতি প্রকাশ করে বক্তৃতা ও সমাপনী বক্তৃতা।

সংগীতশিল্পী অরূপ রাহীর পরিচালনায় ও শিল্পী-লেখক মোস্তফা জামানের সভাপতিত্বে সমাবেশে শিল্পীদের মধ্যে অংশ নেন- শিল্পী মোস্তফা জামান, ইমতিয়াজ আলম বেগ, আলোকচিত্রী অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, কিউরেটর ও লেখক শেহজাদ চৌধুরী, শিল্পী ও কবি শাওন চিশতি, চিত্রশিল্পী কাজি তাহসিন আগাজ অপূর্ব, শিল্পী রাইয়ান ইসলাম, আলোকচিত্রশিল্পী মেহবুবা মাহজাবীন হাসান, চিত্রশিল্পী নুজহাত তাবাসসুম আনন, শিল্পী সাজান, শিল্পী তানজিম ইনিয়াত, শিল্পী নাঈম উল হাসান, কিউরেটর ও আর্কাইভিস্ট রীশাম শাহাব তীর্থ, স্থপতি ও চিত্রশিল্পী অসিত রায়, শিল্পী সুবর্ণা মোর্শেদা, চিত্রশিল্পী তাপসী, শিল্পী আফসানা শারমিন ঝুম্পা প্রমুখ।

শিরিন হক বলেন, ‘আজ আমরা এখানে গণতন্ত্রের দাবিতে দাঁড়িয়েছি। সত্যিকার অর্থে গণতন্ত্র। যেখানে মানুষের অধিকার আদায়ের ও কথা বলার স্বাধীনতা থাকবে। যেখানে প্রতিবাদ করলে গুলি করে মারা হবে না এবং অন্যয়ভাবে কাউকে আটক করা হবে না। সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুই শতাধিক মানুষকে মেরে ফেলেছে। সবগুলো হত্যার বিচার করতে হবে।’

অভিনেতা জিতু আহসান বলেন, ‘এটা কোনো দলীয় আন্দোলন নয়, গণমানুষের আন্দোলন। একজন শিল্পী হিসেবে আমারও শিক্ষার্থীদের পাশে থাকা দরকার। নাহলে নিজের কাছে অপরাধী মনে হত। যে বাচ্চাগুলো মারা গেছে, একজন বাবা হিসেবে তা নিতে পারছি না। এইভাবে যেন কোনো মানুষ না মারা যায়।’

থিয়েটার কর্মী তারিন বলেন, ‘আমরা শান্তি খুঁজে পাচ্ছি না, একটা মানসিক অশান্তির মধ্যে যাচ্ছি। সব সময় নিজেকে অনিরাপদ মনে হচ্ছে। আমরা এর সমাধান চাই। নিরাপদভাবে থাকতে চাই। ন্যায়ের পক্ষে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শিল্পীসমাজের এই ঐক্যের স্বরে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। সেখানে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও রাফিয়াত রশীদ মিথিলাসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা