রাণীনগরে পথচারীকে সাইড দিতে গিয়ে ভ্যানচালক নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ২০:৩৯

নওগাঁর রাণীনগরে পথচারীকে সাইড দিতে গিয়ে ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়ি উল্টে চালক নাছির প্রামানিক (৩৪) নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বড়বড়িয়া-ঝিনা সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির প্রামানিক উপজেলার গহেলাপুর কচুয়া উত্তরপাড়া গ্রামের মহফেল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নাছির ভ্যান গাড়ি নিয়ে বড়বড়িয়া সড়ক দিয়ে ঝিনার দিকে যাচ্ছিলেন। সময় সড়কের মাঝামাঝি পৌঁছালে এক পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানগাড়িটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন ভ্যান চালক নাছির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নাছিরের মৃত্যুর খবর আমি শুনেছি।

ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :