ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, দুই উপজেলার পাঁচ গ্রাম প্লাবিত

প্রতিনিধি ফেনী, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ০১:৫৮

ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার পাঁচগ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বেলা তিনটায় উপজেলার শালধর এলাকায় বেড়িবাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে।

এর আগে দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমার প্রায় ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পানির চাপে শুক্রবার সকালে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। এতে পরশুরাম উপজেলার শালধর, মালিপাথর, পাগলীর কুল এবং ফুলগাজী উপজেলার নিলক্ষী ও মনতলা গ্রাম প্লাবিত হয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে জানান, আজ বেলা দুইটার দিকে মুহুরি নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পরামর্শে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একই কথা জানিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ডানিয়া ভূঁইয়া।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার হাসান জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির চাপে এক মাস আগে বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। সেগুলোর মেরামত চলা অবস্থায় আজ শুক্রবার সকালে বেড়িবাঁধ আবার ভেঙে যায়। বৃষ্টি বন্ধ হলে আবার মেরামত করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :