নাটোরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১০:৪০| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:২৪
অ- অ+
প্রতীকী ছবি

নাটোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজীরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন– রাজশাহীর চারঘাট উপজেলার সরদা গ্রামের আব্দুর রহমানের মেয়ে মরিয়ম খাতুন (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে পাবনা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী রাব্বি পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীই ঘটনাস্থলে মারা যান।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা