বেগমগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৩৭ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৩:২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন– সিএনজি অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫), তার মা মরিয়ম বেগম (৮০) ও আরেক যাত্রী সকিনা বেগম (৫২)।

এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের মাসহ আরও পাঁচ যাত্রী নিয়ে চৌমুহনী থেকে অটোরিকশাযোগে জমিদারহাটের উদ্দেশ্যে রওনা করেন চালক জসিম। এসময় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ফেনী থেকে ছেড়ে আসে স্টার লাইন নামের একটি বাস। বাসটি দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোকানঘর এলাকায় পৌঁছালে জসিমের অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা অটোচালক জসিম, তার মা ও আরেক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, ‘নিহতের পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আমরা তাদের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহালের ব্যবস্থা করবো। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে আবারও বেড়েছে পানি

আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা, অসন্তোষ দূর করার চেষ্টা

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত

মেঘনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে খুন, প্রতিপক্ষের আহতকে হাসপাতালে পিটিয়ে হত্যা

ইন্টারনেট বন্ধে ক্ষতি, শেখ হাসিনাসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুর-লাকসাম রেলপথ পরিদর্শন করলেন বিভাগীয় কর্মকর্তারা

খুলনা মেডিকেল কলেজের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :