সত্যিই কি পদত্যাগ করবেন ব্যারিস্টার সুমন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:৫৩ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৬:৪৬

দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে বরাবরই আলোচনায় থাকা হবিগঞ্জের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন চলমান ছাত্র আন্দোলন নিয়ে তেমন কিছুই বলেননি।

তবে বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘ছাত্ররা চাইলে দেশের শান্তির জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

মূলত সুমনের এমন বক্তব্যের পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে সত্যিই কি সংসদ সদস্য পদ ছাড়ছেন ব্যারিস্টার সুমন? কেনই বা তিনি ছাত্ররা চাইলে এমপি পদ ছাড়বেন বললেন?

ওইদিন তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুর করে জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এমন কাজে জড়িত হন তাহলে রাষ্ট্র এবং সরকারকে আবার শক্ত অবস্থানে যেতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আলোচনায় উঠে আসা সুমন ছাত্রদের আন্দোলন সমর্থন করেন বলেও জানান। তবে তিনি এও বলেন, ‘এ আন্দোলনকে আপনারা যদি সরকার পতনের আন্দোলন মনে করেন, আপনারা যদি প্রধানমন্ত্রীকে দেখতে না চান তাহলে এ আন্দোলনের সঙ্গে আমরা একমত নই।’

একইসঙ্গে এমপি সুমন সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, ‘ডিবির হারুনকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবে মন্ত্রী থেকে শুরু করে দলের নেতারা যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদেরকেও সরিয়ে দিন। এতে ছাত্রদের মনে কিছুটা হলেও শান্তি আসবে।’

সুমন বলেন, ‘মূল কথা হলো ছাত্রছাত্রীর মনে যে প্রভাব পড়েছে, এ প্রভাব থেকে বের হয়ে আসতে হবে। তাদেরকে সান্ত্বনা দিতে হবে। প্রয়োজনে আমাদের কিছু লোককে এ জায়গা থেকে সরে যেতে হবে।’

‘ছাত্ররা যদি মনে করে, আমি এমপি থেকে সরে গেলে তাদের শান্তি হবে, দেশটা শান্ত হবে, তাহলে কথা দিলাম আমি পদত্যাগ করবো।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :