মাদুশঙ্কা-পাথিরানার পর ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১২:১৫

শ্রীলঙ্কা দলে হিড়িক পড়েছে চোটের। একের পর এক ক্রিকেটার দল থেকে ছিটকে যাচ্ছেন ইনজুরিতে পড়ে। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই এবার তারা নিজেদের বড় তারকাকে হারাল। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই সিরিজে আর খেলা হবে না অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। এর আগে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই পেসার চোটের কারণে ছিটকে যান। তারও আগে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে পড়েন তিন লঙ্কান পেসার।

হাসারাঙ্গার চোটের বিষয়টি গতকাল (শনিবার) এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ইতোমধ্যে তার বদলি খেলোয়াড়ের নামও ঘোষণা করা হয়েছে। বাকি দুই ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী লেগস্পিনার জেফ্রি ভেন্ডারসি। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি নাটকীয়ভাবে ড্র করেছিল ভারত-শ্রীলঙ্কা। যেখানে হাসারাঙ্গা ২৪ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৩টি উইকেটও নিয়েছিলেন।

হাসারাঙ্গার চোটের বিষয়ে এসএলসি জানিয়েছে, ‘প্রথম ওয়ানডেতে ১০ম (ব্যক্তিগত) ওভারের শেষ বল করার সময়ই তিনি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করা শুরু করেন। পরবর্তীতে এমএরআই করানোর পর তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

হাসারাঙ্গার অনুপস্থিতির মধ্য দিয়ে শ্রীলঙ্কা দলের চোটের তালিকা আরও দীর্ঘ হলো। এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই তারকা পেসার দিলশান মাদুশঙ্কা (হ্যামস্ট্রিং) ও মাথিশা পাথিরানা (কাঁধে)। আর অসুস্থতার কারণে দুষ্মান্ত চামিরা ও থাম্ব চোটের কারণে নুয়ান থুসারা আগেই ওয়ানডে সিরিজ থেকে নাম কাটিয়ে নেন। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের আগমুহূর্তে চোটে পড়েন আরেক পেসার বিনুরা ফার্নান্দো।

প্রথম ওয়ানডেতে ২৩১ রানের লক্ষ্য তাড়ায় শেষদিকে দুই উইকেট বাকি থাকতেই এক রান দরকার ছিল ভারতের। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসারাঙ্গা। ৫৮ রানে ৩ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ২৪ রান। শেষদিকে দুনিথ ভেল্লালাগের সঙ্গে জুটি বেধে তিনি লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেন। পরবর্তীতে ভারত সমান ২৩০ রান করে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ দুই দল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ইংল্যান্ডকে ইউরো থেকে বাদ দেওয়ার হুমকি উয়েফার

অর্থসঙ্কটে নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ করলো পিসিবি

বাংলাদেশ সিরিজে ভারতের একাধিক তারকা থাকছেন বিশ্রামে 

বাংলাদেশ-ভারত সিরিজে যত রেকর্ডের হাতছানি

দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ভারত বধের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ, ইংল্যান্ড থেকে যোগ দেবেন সাকিব

‘পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল’ বাংলাদেশকে মনে করিয়ে দিলেন জাদেজা

পাকিস্তানের পর ভারতকেও টেস্ট সিরিজে হারাতে চাই: শান্ত 

তিন মাস পর মায়ামির হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন মেসি

পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন তামিম, প্রশ্নের উত্তরে যা বললেন ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :