বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে হারল রিয়াল
আবারও হারের তিক্ত স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমহার দিয়ে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও হারল তারা। মেটলাইফ স্টেডিয়ামে ভিক্টর পাউয়ের জোড়া লক্ষ্যভেদে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
বেশ কয়েকজন বড় তারকাদের ছাড়াই দুদল মাঠে নামে। স্পেনের জার্সিতে সম্প্রতি ইউরো জেতা লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস এখনো ক্লাবে যোগ দেননি। এছাড়া রোনাল্ড আরাউজো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি জং এবং আনসু ফাতি চোটের কারণে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম ম্যাচ খেলতে যাননি।
অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের এখনো রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি। ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যাম যুক্তরাষ্ট্র সফরে যাননি।
রবিবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচের ৪২তম মিনিটে রবার্ট লেভানদোভস্কির অ্যাসিস্টে বল নিয়ে হেডে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন ভিক্টর। বিরতির পর অ্যালেক্স ভ্যালের পাসে বল নিয়ে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
আরদা গুলারের ক্রসে পাওয়া বলে ৮২তম মিনিটে নিকো পাজ হেডে নিশানাভেদ করলে রিয়াল ব্যবধান কমায়। খেলার বাকি সময়ে অবশ্য দলটি আর গোল না পাওয়ায় পরাজয় এড়াতে পারেনি।
শুক্রবার বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচ খেলবে বার্সেলোনা। একই দিন শার্লটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)