বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে হারল রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৩:১৫
অ- অ+

আবারও হারের তিক্ত স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুমহার দিয়ে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও হারল তারা। মেটলাইফ স্টেডিয়ামে ভিক্টর পাউয়ের জোড়া লক্ষ্যভেদে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বেশ কয়েকজন বড় তারকাদের ছাড়াই দুদল মাঠে নামে। স্পেনের জার্সিতে সম্প্রতি ইউরো জেতা লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস এখনো ক্লাবে যোগ দেননি। এছাড়া রোনাল্ড আরাউজো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি জং এবং আনসু ফাতি চোটের কারণে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম ম্যাচ খেলতে যাননি।

অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের এখনো রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি। ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যাম যুক্তরাষ্ট্র সফরে যাননি।

রবিবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচের ৪২তম মিনিটে রবার্ট লেভানদোভস্কির অ্যাসিস্টে বল নিয়ে হেডে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন ভিক্টর। বিরতির পর অ্যালেক্স ভ্যালের পাসে বল নিয়ে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার।

আরদা গুলারের ক্রসে পাওয়া বলে ৮২তম মিনিটে নিকো পাজ হেডে নিশানাভেদ করলে রিয়াল ব্যবধান কমায়। খেলার বাকি সময়ে অবশ্য দলটি আর গোল না পাওয়ায় পরাজয় এড়াতে পারেনি।

শুক্রবার বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচ খেলবে বার্সেলোনা। একই দিন শার্লটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমও’র স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা