বগুড়া আন্দোলনকারীদের দখলে, সরকার দলীয়দের  সঙ্গে সংঘর্ষ 

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৩:২৫
অ- অ+

বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন বগুড়া শহরের সাতমাথায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এই সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে৷ এর আগে রবিবার সকাল থেকে শহরের টেম্পল রোডে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন৷

একপর্যায়ে বেলা পৌণে ১১টার দিকে আন্দোলনকারীদের একটি দল সাতমাথা প্রবেশের চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয় শুরু হয়। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান। বর্তমানে বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথা আন্দোলনকারীদের দখলে রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা বেজে ৬মিনিট) বগুড়ার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা লাঠিসোটাসহ সাতমাথা এলাকায় প্রবেশ করছে। এছাড়া ট্রাকে করেও আন্দোলনকারীদের সাতমাথায় প্রবেশ করতে দেখা গেছে। আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ রয়েছে।

এদিকে, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে বগুড়া। শহরের তিনমাথা, চারমাথা, বনানী মোড়, মাটিডালি বিমান মোড়, গোকুল, ইয়াকুবিয়া স্কুল মোড়, মফিজ পাগলার মোড়সহ পুরো শহরেই আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। তারা রাস্তায় গাছের গুড়ি, টায়ারে আগুন, ইটপাটকেল ফেলে রাস্তা ব্লক করেছে।

এছাড়া কাহালু সড়কের শহরদিঘী এলাকায় সকাল থেকে সড়কে গাছের গুড়ি-বাঁশ ফেলে দখল করেছে স্থানীয় শিক্ষার্থী ও লোকজন।

শহরদীঘির স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, বগুড়া শহর থেকে তিনমাথা হয়ে এই সড়ক দিয়ে সাধারণত কাহালু উপজেলার সাথে মানুষের যোগাযোগ হয়। কিন্তু সকাল থেকে রাস্তা ব্লক করে বসে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। বাঁশ-গাছের পাশাপাশি সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এ কারণে জরুরি সেবার যানবাহন ছাড়া রাস্তা দিয়ে কেউ চলাচল করতে পারছে না।

জেলার মহাসড়কে বড় যান চলাচলও দেখা যায়নি।

উত্তরবঙ্গ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, উত্তরবঙ্গে প্রায় ৫০ হাজারের উপরে যানবাহন চলাচল করে। রাস্তায় গাড়ি চলাচল করার কারণে গত ১২ ঘণ্টার মধ্যে আমাদের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই কারণে উত্তরবঙ্গের কোনো সড়কে আর বড় যানবাহন চলাচল করছে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা আর গাড়ি চালাব না।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা