বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’, সবখানে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান

এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান, মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’। সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। একই সঙ্গে সব পাড়া, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানান।
এদিকে রবিবার অসহযোগ আন্দোলনের মধ্যে ফের বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। এ অবস্থায় মোবাইলে ওয়াইফাই ইন্টারনেটও বন্ধ করা হতে পারে– এমন আশঙ্কায় কর্মসূচির খবর সবাইকে শেয়ার দিয়ে জানিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় বলা হয়েছে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন; ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ, বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ।
এছাড়া রয়েছে সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি।
মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার।
বার্তায় তিনি বলেন, ‘ছাড়তে হবে ক্ষমতা/ঢাকায় আসো জনতা’। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন।”
তিনি আরও বলেন, “যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।”
(ঢাকাটাইমস/০৪আগস্ট/এফএ)

মন্তব্য করুন