শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে: নানক

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৬:৫২| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৭:২৫
অ- অ+

সন্ত্রাসীদের আস্ফালন সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের লড়াই চলবে।

রবিবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানক এসব বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মাঠে নেমে পড়েছে। তাই সাধারণ জনগণের জানমাল রক্ষায় আপনাদের মাঠে থাকতে হবে।

নানক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, সংবিধান ও জানমালের নিরাপত্তার জন্য আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি-জামায়াত, ছাত্রদল শিবির ও জঙ্গীগোষ্ঠীর ক্যাডার বাহিনী। কেউ এই সন্ত্রাসীদের অপ্রপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না।’

সন্তানদের ঘরে রাখার আহ্বান জানিয়ে নানক বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের ঘরে রাখুন, আর যারা রাস্তায় অবস্থান নিয়েছেন তাদেরকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছি। আমরা ছাত্রসমাজকে আবারও বলতে চাই বর্তমান সরকার ছাত্রসমাজের যেকোনো দাবির প্রতি সহনশীল। ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন।

আন্দোলনকারীদের উদ্দেশে নানক বলেন, ‘বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রের যেকোনো সম্পদকে ধ্বংস করবেন না। আমরা সংঘাত নয়, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

(ঢাকাটাইমস/০৪জুলাই/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা