জাতীয় সরকারের রূপরেখা নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই রূপরেখা ঘোষণা করা হবে।
সোমবার রাতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট সমন্বয়ক।
সমন্বয়করা জানান, নাগরিকদের নেতৃত্ব, সর্বস্তরের নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব তারা দেবেন।
এর আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সমন্বয়করা জানান, ‘আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব গ্রহণ দিয়েছি তারা নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কথা ভাবছি। তবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যারা দেশ চালাচ্ছিল বা তাদের আদর্শের সমর্থক, তাদের কেউ এই জাতীয় সরকারের থাকতে পারবে না।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/ইএস)