হাসিনাকে গ্রেপ্তার করে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান সুপ্রিম কোর্ট বার সভাপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫২
অ- অ+

ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতে প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি আরও বলেন, এই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে তাদের আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা দাবি করছি অফিসিয়ালি তাদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করার।

আ.লীগ নেতাকর্মী-সমর্থকদের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি

ব্যারিস্টার খোকন বলেন, এখন স্বৈরাচার নাই, একনায়ক নাই। নতুন করে বাংলাদেশকে সাজাতে হবে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। আমি বাংলাদেশ ব্যাংককে আহ্বান জানাই তারা কোনো টাকা যেন পাচার না করতে পারে। কোনো ব্যাংক থেকে যেন টাকা উত্তোলন না করতে পারে। তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানাচ্ছি।

রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবি

আওয়ামী লীগের শাসনামলে গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তির দাবি জানিয়েছেন খোকন। বলেন, আমাদের অনেক মানুষ কারাগারে আছে। তাদের শুধু জামিন দিলে হবে না। তাদের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী নির্বাহী আদেশে মুক্তি দিতে হবে

আওয়ামী ঘরানার বিচারকদের পদত্যাগের আহ্বান

আওয়ামী ঘরানার বিচারকদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার খোকন।

বলেন, যেসব বিচারক-বিচারপতি রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছেন, জাতির প্রতি অন্যায় করেছে, দুর্নীতি করেছে। যারা এসব করেছেন তাদের আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা