মাদারীপুরে বিএনপি-শিক্ষার্থীদের আনন্দ মিছিল

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৪:১৬| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪:৫৯
অ- অ+

মাদারীপুরে পৃথকভাবে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে লেকেরপাড়ের মুক্ত মঞ্চ থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় পৌর ঈদগাহ থেকে মিছিল বের করে জেলা বিএনপি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আব্দুর রহিমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেয়।

অন্যদিকে ঈদগাহে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

অন্যদিকে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশ কিছু স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আজও সেসব স্থাপনায় আগুনের ধোঁয়া দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।

(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা