বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদ, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৭:৩৮

বগুড়ায় পৃথক ঘটনায় পাইকার (৩৪) নুর আলম (২৮) নামে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিপাড়া ও শাজাহানপুর উপজেলার খড়না বাজারে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম (২৮)।

বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে নুর আলমকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়। তবে তার লাশ রাতেই স্বজনেরা নিয়ে গেছেন। অন্যদিকে রানা পাইকারের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত বগুড়া শহরের মালগ্রাম দীঘিপাড়া এলাকায় যুবলীগ নেতা রানা পাইকারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এর আগে রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খড়না বাজারে নুর আলমকেও কুপিয়ে হত্যা করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খড়না ইউনিয়নের দেশমা গ্রামের একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

ঢাকাটাইমস/০৬আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :