বঙ্গভবনে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবে। বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে আলোচনা করবেন তারা।
মঙ্গলবার বিকালে বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বঙ্গভবনে রাষ্ট্রপতি ছাড়াও এ বৈঠকে তিন বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দীন এ বৈঠকে উপস্থিত থাকবেন বলে শিক্ষার্থীদের হোয়াটস অ্যাপ গ্রুপে জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার বঙ্গভবনে রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন রাষ্ট্রপতি।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/কেএম)