গাইবান্ধায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট-আগুন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ২২:০৬
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়িতে ব্যবসায়ী গোপাল চন্দ্র রায়ের পরিবারে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর ও আসবাবপত্র। এ সময় লুটপাটও করা হয়েছে। পরে আগুন দেওয়া হয়েছে তার ইট ভাটায়। পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি ট্রাক্টর। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পর ট্রাকে উঠে পটকা ফুটিয়ে উল্লাসও করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর (যুনদহ) গ্রামে এই হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় নারীসহ পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারটির এক সদস্য জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আমরা রাতের খাবার খাচ্ছিলাম। এ সময় মুখে মাস্ক পরিহিত ৩০ থেকে ৩৫ জনের একদল দুর্বৃত্ত হাতে রাম দা ও লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। আমরা সবাই প্রাণ ভয়ে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাই।

তিনি বলেন, দুর্বৃত্তরা গোপাল চন্দ্র ও তার ভাই গোকুল চন্দ্র রায়ের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এছাড়া বাড়িতে থাকা ১১ ভরি স্বর্ণ এবং ব্যবসার সাড়ে ১৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা পরে একই এলাকার দুই ভাইয়ের যৌথ ব্যবসার মেসার্স মা ব্রিকস (এমএম ব্রিকস্) ইট ভাটায় হামলা চালিয়ে সেখানে থাকা পাঁচটি ট্রাক্টর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং অফিস ভাঙচুর করে।

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের পর দুর্বৃত্তরা ট্রাকে চড়ে পটকা ফুটিয়ে উল্লাস করতে করতে চলে যায়।

গোপাল চন্দ্রের ম্যানেজার মাহাবুর রহমান বলেন, ‘বাড়ি-ঘরে হামলা ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণ লুটপাল ও পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় আমিও ছিলাম। দুর্বৃত্তরা আসছে শুনেই আমরা পালিয়ে গেছি।

এর আগে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর গাইবান্ধা সদর আসনের সদ্য সাবেক এমপি মাহাবুব আরা বেগম গিনির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

একই দিন হামলা ও অগ্নিসংযোগ করা হয় পলাশবাড়ি পৌর মেয়রের বাসা ও পৌরসভা কার্যালয়ে।

ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা